ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য ২০২২ সাল, বিশেষ করে আজকের দিনটি একটি বিশেষ দিন। কারণ, একটা লম্বা সময় অপেক্ষার পর অবশেষে আসছে বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ স্ট্রেঞ্জার থিংস!
মূলত গত বছর মুক্তির জন্য নির্ধারণ করা হলেও মেগা জনপ্রিয় সাই-ফাই শো-টি মহামারিজনিত বিলম্বের কারণে বাধাগ্রস্ত হয়। ২০২১ সালের মার্চ মাসে চিত্রগ্রহণ বন্ধ হয়ে যায় স্ট্রেঞ্জার থিংস এবং স্থগিত থাকে সেপ্টেম্বর পর্যন্ত। পরে শুটিং শুরু হলে স্বস্তি আসে ভক্তদের মাঝে এবং জানা যায় বাইশেই নেটফ্লিক্সে দেখা যাবে মিলি ববি ব্রাউইন ও তার বন্ধুদের। তৃতীয় সিজনে জিম হপারের কথিত মৃত্যু দেখে আশাহত হয় সিরিজের ভক্তরা। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, নতুন রূপে ফিরবে হপার সঙ্গে প্লটটি হকিন্স থেকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। যার টিজারও চলে আসে গত বছরই।
গত বছরই প্রিভিউতে, সিরিজে দেখে উচ্চাকাঙ্ক্ষার স্বাদ পায় সবাই। এরই মধ্যে মুক্তি পায় সিজন ফোরের সবশেষ ট্রেলার। যে ক্লিপে, নতুন ফ্ল্যাশিং ইমেজ, ঘনঘন সন্দেহভাজন ইমেজ, যার সঙ্গে ডাস্টিন, মাইক এবং গ্যাং থেকে ঠিক সেই অতি পরিচিত অতিপ্রাকৃত অ্যান্টিক্সের, আপসাইড ডাইউনের রহস্যভদের একটা রেশ পায় ভক্তরা। এ বছর শুরুর দিকে এই সিজনটি রিলিজ দেয়ার কথা থাকলেও বিলম্ব হতে হতে বছরের মাঝামাঝিতে চলে আসে নেটফ্লিক্স।
অনেকবার ঘোষণা দেয়ার পরও সিরিজটি না আসায় হতাশ হয়েছে সবাই এমনকি ট্রলও হয়েছে। অনেকটা এ কারণেই বিশ্বাস করতে পারছিল না কেউই। তবে তাদের ভুল প্রমাণ করে দিয়ে আজ নেটফ্লিক্সে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত স্ট্রেঞ্জার ত্থিংস-এর সিজন ৪। তবে শুধু প্রথম অংশই মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে ৯টি পর্ব। পরের অংশ মুক্তি পাবে ৫ সপ্তাহ পর জুলাইয়ের ২ তারিখ।