পঞ্চগড় সদর উপজেলায় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে মেসার্স ভাই ভাই ফার্মেসীকে দুই হাজার টাকা এবং মেসার্স জনতা ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় তৎক্ষণাৎ আদায় করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, “মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, কনফেকশনারি, মুদি দোকান ও কাচা পন্যের খুচরা ও পাইকারি দোকান তদারকি করা হয় এবং যৌক্তিক মুল্যে সবাইকে পন্য কেনা বেচা করার জন্য নির্দেশনা দেয়া হয়।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন