মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের পশ্চিম বোয়ালমারী এলাকায় জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে।
ওই চার জুয়াড়ি হলেন, উপজেলার পত্নীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে মো. সুমন আলী (২৫), একই উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার শামসুল হকের ছেলে মো. শাহাদাত হোসেন (৩৫), উপজেলার শালবাহান এলাকায় মৃত হামিজ উদ্দিন ছেলে মো. আলম (৩৭), একই এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আইবুল হক (৩৭)।
পঞ্চগড়ে ২৯০ পিছ মাদকদ্রব্য সহ গ্রেফতার ২
আটকের একদিন পর বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীনবন্ধুর নেতৃত্বে এসআই তপন কুমার রায় ও এসআই মানিক চন্দ্রসহ একটি টহল টিম উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের পশ্চিম বোয়ালমারী গ্রামে পলাতক আসামি মো. আনারুল হকের বসতবাড়ির দোচালা টিনের রান্না ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি আনারুল হক কৌশলে পালিয়ে যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, আটক চার জনের কাছ থেকে নগদ ৪৬ হাজার ৪৩০ টাকা সহ জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আজ বুধবার তাদের নামে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।