দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র তিনি ভোট দেন। একই সময় তার স্ত্রী শাম্মী আক্তার মনি ও ছেলে কৌশিক নাহিয়ান নাবিদ ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের নূরুল ইসলাম সুজন বলেন, “মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমি আশাকরি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আমার নির্বাচনি এলাকায় রয়েছে। এখানে অন্তত ৫০ শতাংশ ভোট আসবে প্রত্যাশা করছি।”
পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিনজন। তারা হলেন- তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের লুৎফর রহমান রিপন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের আহমদ রেজা ফারুকী।
পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) ২০ ইউনিয়ন এবং দুইটি পৌরসভার ১৩১টি ভোট কেন্দ্রের ৮৫৪টি কক্ষে ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৭১০ জন, নারী ১ লাখ ৯৪ হাজার ২২৮ জন এবং হিজড়া ৩ জন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন