প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১:১১ পি.এম
পঞ্চগড় আদালতে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
পঞ্চগড়ে আদালতে আসা বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে পঞ্চগড় আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, বিজ্ঞ জেলা দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা।
এছাড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, আইনজীবি সমিতির সভাপতি, পঞ্চগড় জেলা আদালতের বিজ্ঞ বিচারকগণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
স্বত্ব © দেবীগঞ্জ সংবাদ ২০২৪