রমজানের শুরুতে বাজারে ডিমের দাম যখন ৪২ টাকা হালিতে তখনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি হালি ডিম ৩৬ টাকা দরে বিক্রি করতে শুরু করেন পঞ্চগড়ের ডিম বিক্রেতা আব্দুল কাইয়ুম। বাজার দরের সাথে পাল্লা দিয়ে কম দরে ডিম বিক্রি করে সাড়া ফেলেছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কম দরে ডিম বিক্রির পোস্ট ছড়িয়ে পড়েছে। অনেকেই তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন।
জেলা শহরের ধাক্কামারা ট্রাফিক মোড় সংলগ্ন কাইয়ুম ট্রেডার্সের ডিমের দোকানে চলছে রমজানের এই অফার। প্রতি হালি বাদামি ডিম ৩৬ টাকা, হাঁসের ডিম ৫৮ টাকা, ডাবল কুসুমের ডিম ৫২ টাকা ও কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা দরে। অন্যদিকে তিনি ডিমের দাম কমিয়ে দেয়ায় বাজারেও কমেছে ডিমের দাম। সেখানে বাদামি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা ও হাঁসের ডিম ৬৫ টাকা হালিতে। ডিম ব্যবসায়ী কাইয়ুম দাম কমালে তারাও কমাচ্ছেন দাম। কম দরে ডিম বিক্রি করায় ক্রেতারা স্বস্তিতে তার দোকান থেকে ডিম ক্রয় করতে পারছেন।
এদিকে রমজানে পুণ্যের আশায় কম দরে বিক্রি করে উচ্ছসিত ডিম বিক্রেতা আব্দুল কাইয়ুম। আমির হোসেন নামে এক ক্রেতা বলেন, রমজানে সবাই দ্রব্যমূল্যের দাম বাড়াতে ব্যস্ত থাকে। সেখানে এই ব্যক্তি প্রতি হালি ডিমে ৪ টাকা করে কম রাখছেন। এটি সত্যিই প্রশংসনীয়। ডিমের দাম কমানোয় আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয়েছে।
ডিম বিক্রেতা আব্দুল কাইয়ুম বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দৈনিক প্রায় ৩০ হাজার ডিম বিক্রি হয়। রমজান উপলক্ষে আমি বাজার দরের চেয়ে কিছুটা কম দামে ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এতে একদিকে আমার লাভ কম হলেও মানুষ স্বস্তিতে কিনতে পারছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন