শারদীয় দুর্গাপূজা-২০২৪ নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবধন বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, জেলার পাঁচ উপজেলার পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক সিসিটিভি সক্রিয় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়া, পুজা চলাকালীন যে কোন প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম. শফিকুল আলম,, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস্) কনক কুমার দাস, ইন্সপেক্টর ডিবি, ইন্সপেক্টর ডিএসবি ও জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জবৃন্দ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন