মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সামনে বাংলাবান্ধা-তেতুঁলিয়া মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুর রহমানের বাড়ি ওই ইউনিয়নের দগরবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে।
পুলিশ ও তেতুঁলিয়া হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ফজলুর রহমান নামে ওই দিনমজুর মঙ্গলবার সকালে অন্যর জমিতে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সামনে বাংলাবান্ধা-তেতুঁলিয়া মহাসড়ক পার হতে যান। এসময় বাংলাবান্ধা থেকে তেতুঁলিয়া গামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই চালক ঘাতক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেছে।
[caption id="attachment_9790" align="aligncenter" width="355"] বিজ্ঞাপন [/caption]
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জাকির হোসেন মোল্লা মাইক্রোবাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,"এ ঘটনায় থানায় একটি একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের্ করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"
এস.এম/ডিএস