পঞ্চগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
অভিযানে নির্ধারিত মূল্যের থেকে অধিক দামের পন্য বিক্রয়ের দায়ে তরিকুল স্টোরকে এক হাজার; দুলাল স্টোরকে দুই হাজার এবং বাবুল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[caption id="attachment_9434" align="alignleft" width="300"] অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।[/caption]
এছাড়া নিষিদ্ধ কসমেটিকস পন্য বিক্রয়ের দায়ে মাঈশা কসমেটিকস কে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান," বিভিন্ন অনিয়মের দায়ে, চারটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী, ছয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি মূলক অভিযান নিয়মিত চলবে।"
অভিযানে,পঞ্চগড় জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এস.এম/ডিএস