মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার ব্যারিষ্টার বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক-পরেশ চন্দ্র বর্মন।
অভিযান পরিচালনাকালে, ঢাকা বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ খাবার তৈরির দায়ে পাঁচ হাজার টাকা, ফাতেমা মেডিসেন ফার্মেসিতে মেয়াদউত্তীর্ন ও ফিজিসিয়ান ওষুধ রাখার দায়ে এক হাজার টাকা এবং শাহীন স্টোরে মেয়াদউত্তীর্ন পন্য রাখার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় সাত হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন