শনিবার ( ৪ মার্চ) দুপুর ২ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ফেরার পথে দেবীগঞ্জ- পঞ্চগড় মহাসড়কের লক্ষীরহাট নামক স্থানে ট্রাককে সাইড দিতে গিয়ে মুসল্লিবাহী একটি বাস উল্টে যায়। এতে বাসে থাকা ৪৭ জন যাত্রীর মাঝে ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে দুপুর ৩ টার দিকে বোদা উপজেলার চন্দন বাড়ি নামক স্থানে ইজতেমার মুসল্লিবাহী একটি বাসের চাকা বাস্ট হয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ৪০ জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন বলেন, “দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মূলত বাসটি দেবীগঞ্জের ইজতেমা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য মুসল্লিদের নিয়ে যাচ্ছিল। একটি ট্রাক কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে ধারনা করা হচ্ছে।”
এ ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে একই দিনে সড়ক দুর্ঘটনায় এত বেশি হতাহতের ঘটনা দেখেনি পঞ্চগড়ের মানুষ।
_ এস.এম/ডিএস
মন্তব্য করুন