সোমবার ( ৩রা অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো অসহায় ৯ পরিবারের মাঝে ১৫ লক্ষ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিদ্যানন্দের বোর্ড মেম্বার- জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
[caption id="attachment_9190" align="aligncenter" width="350"] নৌকাডুবিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলে দেন- জেলা প্রশাসক জহুরুল ইসলাম।[/caption]
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্ৰী তুলে দেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (২৫সেপ্টেম্বর) রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে মহালয়ার অনুষ্ঠান থেকে ফেরার পথে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৬৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৩ টি মরদেহ নিখোঁজ রয়েছে।
এস.এম/ডিএস