সোমবার ( ২৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার শালডাঙ্গায ইউনিয়নে নৌকাডুবিতে নিহতদের পরিবারের কাছে সৎকারের জন্য জেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থ দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি; উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস; শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- ফরিদুল ইসলাম ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস জানান, “দেবীগঞ্জ উপজেলার ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাঝে ১০ জনের পরিবারকে সৎকারের অর্থ তুলে দেওয়া হয়েছে। বাকি ৫ টি পরিবারের অর্থ আগামীকাল দেওয়া হবে।”
পঞ্চগড়ে নৌকাডুবি, নিখোঁজদের মরদেহ মিলছে ৯০ কিলোমিটার দূরে
উল্লেখ্য,, গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
মন্তব্য করুন