বুধবার (১৩ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১২ জুলাই) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাস-স্টান্ড থেকে তাদের আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধায় পুলিশ শাহালমকে আটক করে নিয়ে যাওয়ার সময়, পুলিশের গাড়ী পথ রোধ করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় শাহলমের পরিবার। এসময় পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ী ভাংচুর করলে সাব্বির (১৭) নামে আরো এক জনকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, চাঁদাবাজির সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আসামি আটক করে নিয়ে আসার সময় চাঁদাবাজদের পরিবার পুলিশের গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হয়। এর পর হামলাকারিরা আসামীকে নিতে না পারলে এক পর্যায়ে আমাদের থানা পুলিশের গাড়ী ভাংচুর চালায়।
আটক শাহালম (৪০) উপজেলার ভজনপুর গ্রামের মৃত নুর ইসলামের সেলে ও সাব্বির (১৭) ঠাকারগাও জেলার ভুল্লি এলাকার আবুল হোসেনের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহেরুল ইসলাম, আসামি আটকসহ হামলার শিকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, সরকারী সম্পদ নষ্টের চোষ্টাসহ গাড়ী ভাংচুর ও মহাসড়কে চাঁদাবাজির পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন