গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানুষের বিপদে, সঙ্কটে পাশে দাঁড়াতে চায়। এই সংগঠণ সকলকে দল দিয়ে নয় মানুষ হিসেবে মূল্যায়ণ করে। দলের চেয়ে সবসময় মানুষের মর্যাদা আগে। এজন্যই যেকোন দুর্যোগে মানুষের কথা চিন্তা করে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামী।”
তিনি আরো বলেন, “দেশের মানুষের একজন ভালো বন্ধু হলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শীত শুরু হয়েছে। এর আগেই তিনি দরিদ্র ও অসহায় শীতার্তদের কথা চিন্তা করলেন। উনার চিন্তার ফসল পঞ্চগড়ে এই কম্বল বিতরণ। এই শীতবস্ত্র বিতরণ শীতার্তদের প্রতি জামায়াতের অনুগ্রহ নয় বরং দায়িত্ব। একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের কল্যাণে ভূমিকা পালন করা। আমীরে জামায়াতের নির্দেশনা- আমরা এবছর শীতার্তদের জন্য যে কাজ করবো তার শুরু হবে পঞ্চগড় এবং কুড়িগ্রাম থেকে। পঞ্চগড়ে শুরু করতে পেরেছি, এখন কুড়িগ্রামে শুরু হবে। এরপর ক্রমান্বয়ে সারাদেশেই শীতার্তদের মাঝে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী, পঞ্চগড় জেলা শাখা আমীর- অধ্যাপক ইকবাল হোসেন; জেলা সেক্রেটারি- মাওলানা দেলওয়ার হোসেন; পঞ্চগড় পৌর জামায়াতের আমীর- জয়নাল আবেদীন; জেলা অফিস সেক্রেটারি- আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
ছবি ও তথ্য সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত
এস.এম/ডিএস
মন্তব্য করুন