সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে হাজারো কর্মী-সমর্থক নিয়ে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৬ আগস্ট ) বিকাল সাড়ে পাঁচ টায় পৌরসদরের বিজয় চত্বরে পৌর জামায়াতের আয়োজনে এবং সদর ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদের ইমামতিতে শুকরানা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল চারটায় দেবীগঞ্জে পৌর জামায়াতে ইসলামীর আমির আমির বেলাল হোসেনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া বলেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ১৯৭১ সালের পর বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতা অর্জন করেছে। এজন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে শুকরানা নামাজ আদায় করা হয়েছে। এখন আমাদের সকলকে ধৈর্য ধরে থাকতে হবে। দেশ পূর্নগঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে।
জামায়াতের আমির আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর যেন কোন আঘাত না আসে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কেননা তারা আমাদের দেশের নাগরিক, তাদের জান-মাল আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কার্যক্রম সমর্থন করে না। জামায়াত-শিবিরের প্রতিটি কর্মী হিন্দু সম্প্রদায় সহ দেশের মানুষের জান মালের নিরাপত্তায় কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক জাকিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি রুহুল আমিন,বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রমুখ।
এস.এম/ডিএস