দেবীগঞ্জ উপজেলা সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের দীঘলডারি নদীর উপর ৯০ মিটার সেতু নির্মাণের স্থান পরিদর্শন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১১ই আগস্ট)৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে দুপুর ২ টায় প্রস্তাবিত দিঘলডারি নদীর উপর ৯০ মিটার সেতু নির্মাণের স্থান পরিদর্শন করছেন পঞ্চগড় জেলার এলজিইডি নির্বাহি প্রকৌশলী অফিসার মোঃ শামসুজ্জামান ।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন LGED দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন সংসদ সদস্য পঞ্চগড়-২ এর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ রেজা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে,এলজিইডি নির্বাহি প্রকৌশলী অফিসার মোঃ শামসুজ্জামান জানান , সেতুটি প্রায় সরকারি ভাবে দশ কোটি টাকা প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে এবং সেতুর কাজ ২০২২ সালের মধ্যে শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।