সোমবার (২০ মে) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ভোটগ্রহণকারী কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে। ব্যালট পেপার ভোটের দিন ভোর ৪টায় পৌঁছানো হবে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালেট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রে পৌছানো হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৯৮ হাজার ৫৩১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ২ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন পুলিশ এবং ১৪ জন আনসার সদস্য নিরপত্তার দায়িত্বে থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি, পুলিশের দুটি টিম এবং র্যাবের একটি টিম মাঠে থাকবে।এছাড়া ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন।"
আর.ডিএস