পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রম দপ্তরের নিবন্ধিত সংগঠনের সদস্যদের মারপিট, পরিচয়পত্র ছিনিয়ে নেয়া এবং অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী বাজারে দেবীগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: দিনাজ-৬৪ এর ব্যানারে সংগঠনটির অর্ধশতাধিক সদস্য এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সংঠনটি দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত। একটি সংগঠন পরিচালনার জন্য যা যা নিয়ম অনুসরণ করা দরকার তা মেনেই সংগঠন পরিচালনা করা হচ্ছে। এরপরও দেবীগঞ্জে পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, রাজ-১৫৬৯ নামে একটি সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় আমাদের সদসদ্যদের ভ্যান আটকে তাদের পরিচয়পত্র কেড়ে নিচ্ছে ও দুইশত টাকা করে চাঁদা নিচ্ছে। যেখানে সরকারি দফতর আমাদের নিবন্ধন দিয়েছে সেখানে তারা আমাদের সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদান করছে।
বক্তারা আরো বলেন, তারা সংগঠনের নামে চাঁদাবাজির দোকান খুলেছে। আমরা চাঁদাবাজি না করায় শ্রমিকরা যখন আমাদের সংগঠনে আসছে তখনই ওই সংগঠন থেকে হুমকিধামকি দিয়ে আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমরা কোন রাষ্ট্রদ্রোহী কার্যক্রম পরিচালনা করছি না। আমাদের যদি কোন ত্রুটি থাকে সেটা যাচাইয়ের দায়িত্ব পুলিশ-প্রশাসনের। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে বৈধ সব সংগঠন কার্যক্রম পরিচালনা করুক।
সম্প্রতি, ভ্যান শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এবং রাজ-১৫৬৯ এর সুন্দরদিঘী উপশাখার সাধারণ সম্পাদক আজাদ মোল্লার নেতৃত্বে দিনাজ-৬৪ এর সদস্যদের মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী সদস্যরা।
এদিকে, চাঁদাবাজি ও পরিচয়পত্র আটকে দেবার বিষয়টি অস্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, " শ্রমিক কল্যাণের চাঁদার বাইরে কোন চাঁদা নেওয়া হয়নি। বরং যারা এসব কথা বলছেন তারা জামাত শিবিরের লোক।"
মারধরের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেনে, "আমি এর আগেও এবিষয়ে অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা মৌখিকভাবে তা অস্বীকার করে। তাই, পরবর্তীতে এরকম ঘটনার শিকার হলে ভ্যান শ্রমিক ইউনিয়নকে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দিয়েছি। যাতে করে আইনগত ভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়।"
এস.এম/ডিএস