দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র একদিন। বিধি মোতাবেক আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
আগামী মঙ্গলবার (২১ মে) দেবীগঞ্জ উপজেলায় ব্যালট পেপারে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্ৰহন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপৃতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র্যাবের একটি টিম মাঠে থাকবে।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, প্রতিটি ইউনিয়নে একজন করে মোট এগারো জন এবং বিজিবির সাথে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৯৮ হাজার ৫৩১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার দুজন।
এস.এম/ডিএস