পঞ্চগড়ের দেবীগঞ্জে বহুল প্রতীক্ষিত সোনাহার উমেশের ডাঙ্গা দিঘলদারী নদীর উপর ৯০ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি)।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাহার ইউনিয়নের উমেশের ডাঙ্গায় বহুল প্রতীক্ষিত এই ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।
ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, পঞ্চগড় এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলার ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুনের সঞ্চালনায় সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, "দিঘলদারি নদীর উপর প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। ২০২৪ সালের মধ্যে ব্রীজের কাজ শেষ হবে ও ২০২৫ সাল থেকে মানুষ যাতায়াত করতে পারবে।"
উল্লেখ্য, সোনাহার ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের একমাত্র উপায় দিঘলদারি নদীর উপর দিয়ে তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো। ব্রীজ না থাকায় বর্ষকালে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বেশি সমস্যায় পড়তে হতো কৃষকদের । অন্যান্য এলাকার তুলনায় কম দামে ফসল বিক্রি করতে হতো এই দুই এলাকার মানুষদের। দীর্ঘ দিনের দাবি ছিলো নদীর উপর যেন ব্রীজ নির্মাণ করা হয়। আজ, সেই বহুল প্রতীক্ষিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী।
- জামিল হাসান, স্টাফ রিপোর্টার