পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার লক্ষীরহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
অভিযানে মূল্য তালিকা না রাখার দায়ে মোস্তফা স্টোরকে ১ হাজার ৫ শত টাকা এবং খালেক স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে হাবীব ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন,"ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তৎক্ষণাৎ আদায় করা হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।"
এস.এম/ডিএস