বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ধনমন্ডল গ্ৰামে, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইটের বিকল্প ব্লক ব্যবহার ও উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা(স্থাপন) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোঃ হাফিজুল ইসলাম; জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি- মোঃ আজাহার আলী; উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি- মোঃ আনোয়ার হোসেন; সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন- দেবীগঞ্জ উপজেলায় সরকারি নির্মাণ ও সংস্কার কার্যক্রমে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার সংক্রান্ত সরকারের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী ব্লক ব্যবহারে সচেষ্ট থাকবেন। এছাড়া আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনার জন্য ইটভাটার মালিকদের আহ্বান করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন