বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ঝারপাড়া এলাকা থেকে নাজমুল আলম নামে এক ব্যক্তি ড্রেজার দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে পার্শ্ববর্তী নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকায় বিক্রির উদ্দেশ্যে স্তূপ করে রাখছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
নাজমুল আলম বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫ ধারায় অপরাধ সংঘটিত করায় এবং ভ্রাম্যমাণ আদালতে তা স্বীকার করায় একই আইনের ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই সময় নাজমুল আলম অর্থদণ্ড পরিশোধ করেন।
নাজমুল আলম পার্শ্ববর্তী ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকার ময়নুল হকের ছেলে
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, "ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।"
এস.এম/ডিএস