বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করেন। গতকাল একটি মরদেহ পাওয়া গেলেও আজ মিলেনি নিখোঁজ একটিও মরদেহ।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) - দীপঙ্কর রায় জানান, "এ পর্যন্ত উদ্ধারকৃত মৃত ব্যক্তির সংখ্যা ৬৯ জন। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। এদের মধ্যে একটি শিশু ও দুইজন পুরুষ আছেন।"
নিখোঁজ তিনজন হলেন- দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া (৪০), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন (৬৫) এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী (৪)।
উল্লেখ্য, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটে।
এস.এম/ডিএস