পঞ্চগড়ের দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে দুই ইউনিয়নের ৮শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে "তারুণ্য গড়বে পঞ্চগড়" ব্যানারে সাদ্দাম হোসেনের পক্ষে ইউনিয়নের ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই দিন বিকেলে চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ বাজার এলাকায় আরো ৪ শতাধিক অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পবিত্র কুমার রায়, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নাট্য ও বিতর্ক সম্পাদক দিপম সাহা, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জর্জ ইরফান, ছাত্রলীগ নেত্রী নাহার, কারমাইকেল কলেজ ছাত্রলীগের নেতা সোহাগ সেন, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী মুরসালিন ইসলাম, লিমন ইসলাম সহ দন্ডপাল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_11980" align="aligncenter" width="339"] বিজ্ঞাপন [/caption]
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভার্চুয়ালী যুক্ত হয়ে শীতার্ত মানুষদের সাথে কথা বলেন।
এসময় বক্তারা বলেন, আপনারা কেউ অসহায় দুস্থ নন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে দেবীগঞ্জ উপজেলার মানুষের জন্য তিনি এসব উপহার পাঠিয়েছেন যাতে শীতের দিনে আপনাদের কোন কষ্ট না হয়। আপনার সাদ্দাম হোসেনের জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের সেবায় কাজ করে যেতে পারেন। সাদ্দাম হোসেনের পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এস.এম/ডিএস