পঞ্চগড়ের দেবীগঞ্জে বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসদরের শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন এলাকায় বেদখল হওয়া সরকারি খাস জমি পুনরুদ্ধারে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুরাব হোসেনের নেতৃত্বে অভিযান শুরু হয়। এসময় খাস জমিতে পরিত্যাক্ত অবস্থায় থাকা ২৫ টি ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধভাবে বসবাসরত দোকান মালিকদের উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুরাব হোসেন বলেন, ‘আমরা মুলত সরকারি খাস জমিতে এতদিন যাবৎ যারা অবৈধভাবে ছিলো তাদের উচ্ছেদ নোটিশ দিয়েছি। এরপর বাকি প্রক্রিয়া মেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বেশ কয়েকটি ঘর খাস জমিতে পরিত্যক্ত অবস্থায় ছিলো সেগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়া সরকারি খাস জমিতে দীর্ঘ দিন যাবৎ পাবলিক ক্লাব তাদের সাইনবোর্ডে লাগিয়ে দখলে রেখেছিল, সেটিও পুনরুদ্ধার করা হয়েছে।’
খাস জমি উদ্ধার অভিযানে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন