শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার তিনটি করাত কলে এই অভিযান পরিচালনা করা হয়। তিনটি করাত কলকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যম্যাণ আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে করাত কল পরিচালনা করার বিষয়ে সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। করাত কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর ৩ ধারা লঙ্ঘন করে করাত কল পরিচালনা করায় একই আইনের ১২ ধারা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
এরমধ্যে কালীগঞ্জ এলাকার রেজাউল ইসলামের ছেলে নিশাত রহমাকে ৩ হাজার টাকা, গালাণ্ডি বাজার এলাকার ধনেশ্বর চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়কে ১০ হাজার টাকা ও দাড়ারহাট অধিকারীপাড়া এলাকার মেশের আলীর ছেলে আলাল উদ্দিনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
🔴 ছবি: প্রতিকী
এস.এম/ডিএস