পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাবের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাচারকালে দুই ভাই গ্রেফতার হয়েছেন।
গতকাল রবিবার (২৭দুপুর ১ টায় দিনাজপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ঢাকাইয়াপাড়া প্রধানাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার ইয়াদ আলী সরকারের বড় ছেলে আনিসুর সরকার (৪০) ও ছোট ছেলে মমিনুল সরকার (৩৫)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩'র উপ-সহকারী পরিচালক রবিউল আলমের নেতৃত্বে একটি দল ঢাকাইয়াপাড়া প্রধানাবাদ এলাকায় আনিসুর সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সহ আনিসুর ও তার ছোট ভাই মমিনুলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ২০ ইঞ্চি ও প্রস্থ ৯.৬ ইঞ্চি। যার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ এর ১ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"
এস.এম/ডিএস