বুধবার (১১ জানুয়ারি) উপজেলার কালুরহাট মৎস্য সমবায় সমিতির সদস্যদের মৎস্য পরিবহনের সুবিধার্থে এনএটিপি প্রকল্পের আওতায় এআইএফ (এগ্রিকালচারাল ইনোভেশন) ফান্ড-এর অর্থায়নে এই পিকআপ দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কালুরহাট মৎস্য সমবায় সমিতির সাথে ২০টি মৎসজীবি পরিবার যুক্ত। পিকআপের অর্ধেক মূল্য সমিতির সঞ্চয়ের টাকা এবং বাকি অর্ধেক মূল্য প্রকল্প থেকে পরিশোধ করা হয়েছে।
[caption id="attachment_9811" align="aligncenter" width="350"] বিজ্ঞাপন [/caption]
পিকআপ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা- শাহনেওয়াজ সিরাজী; উপজেলা পরিষদের চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি; উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস; পৌর মেয়র- আবু বকর সিদ্দিক আবু; উপজেলা মৎস্য কর্মকর্তা- আব্দুল আহাদ লাজু।
এছাড়া সাংবাদিকবৃন্দ এবং কালুরহাট মৎস্য সমবায় সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, "পিকআপের ভাড়ার আয়ের অর্থ সমিতির ফান্ডে জমা হবে এবং সমিতির সদস্যদরাই সেটা মনিটরিং করবেন।উপজেলা মৎস্য অফিস তাদের সার্বিক সহায়তা করবে।"
এস.এম/ডিএস