বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) বেলা ১২ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শেণির ২৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে "জনশুমারি ও গৃহ গণনা প্রকল্প ২০২১ " এর ব্যবহৃত ট্যাব 'প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে বিতরণ করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)- এস.এম শফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।
[caption id="attachment_10426" align="aligncenter" width="340"] ছবি: প্রতিবন্ধী সেবা কেন্দ্রের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ[/caption]
উল্লেখ্য, একই সময় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ড থেকে ২৪ জনকে ৫ হাজার টাকার চেক, উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৬ জনকে ৫০ হাজার টাকার চেক এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে ২৫ টি হুইল চেয়ার ও ২ টি ট্রাই সাইকেল বিতরণ করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন (এমপি)।
ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত
এস.এম/ডিএস