শনিবার ( ২০ মে ) দুপুরে দেবীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার।
অভিযানে মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ও খোলা অবস্থায় ব্রয়লার মুরগির মাংস বিক্রির অপরাধে দুইজন বিক্রেতাকে দুই হাজার টাকা, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বিনোদ দেবনাথকে দুই হাজার টাকা, বিসমিল্লাহ কনফেকশনারীকে এক হাজার টাকা ও লাকী কনফেকশনারীকে দুই হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
[caption id="attachment_10513" align="alignleft" width="356"] ছবি:- অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য...[/caption]
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার জানান, "বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে এই অর্থদণ্ড আরোপ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, লাকী কনফেকশনারীর বিরুদ্ধে বিভিন্ন সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ উঠেছিল এবং সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগ উত্থাপিত হয়েছিল।
এস.এম/ডিএস