সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শেখ সাদিক ভোক্তা অধিকার রক্ষায় উক্ত সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় জনসাধারণকে সচেতন করতে জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতেও আহ্বান জানান তিনি।
এস.এম/ডিএস