মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেভল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু অসীম বাবু ওই এলাকার নিশিকান্ত বর্মনের ছেলে। তিনভাই বোনের মধ্যে অসীম সবার ছোট। বাবা নিশিকান্ত বর্মন পেশায় একজন কৃষক।
নিহতের পরিবারের বরাত দিয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- পরেশ চন্দ্র বর্মন বলেন, মঙ্গলবার দুপুরে নিজেদের শয়ন কক্ষের ট্রাঙ্কের উপরে রাখা একটি মাল্টিপ্লাগে টেবিল ফ্যানের সংযোগ দিয়ে যায় ওই ইউনিয়নের দেভলপাড়া এলাকার নিশিকান্ত বর্মনের ছেলে অসীম বাবু। এসময় মাল্টিপ্লাগে তার হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হয়ে চিৎকার করে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে সে। এসময় কক্ষে ঘুমিয়ে ছিলেন অসীমের মা সুমিত্রা রানী। পরে অসীমের চিৎকারে তাঁর ঘুম ভাঙলে তিনিও চিৎকার করে বাড়ির সদস্যদের ডাকতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন