মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনাহার ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের প্রধান পাড়া এলাকায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়।
পল্লী সমাজের সভা প্রধান- মোছাঃ মোসলেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা- মোঃ গোলাম ফেরদৌস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান- মোহাম্মদ মশিউর রহমান; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মোহাম্মদ আব্দুল মমিন; প্রধান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোহাম্মদ রবিউল ইসলাম।
[caption id="" align="alignleft" width="350"] ছবি:- অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের একাংশ[/caption]
এছাড়াও ব্রাকের জেলা সমন্বয়কারী- জাহাঙ্গীর আলম; সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ঠাকুরগাঁও এর ডেপুটি ম্যানেজার (স্যোসাল মবিলাইজেশন) মোঃ ইলিয়াস সরকার;জেলা ব্যবস্থাপক (সেলপ) আতিকুর রহমান; অফিসার (সেলপ) মাকসুদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সকলেই তাদের বক্তব্যে বাল্য বিয়ের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিভাবকেরা বাল্য বিয়ে দেবেন না ও কিশোরীরা বাল্য বিয়ে করবে না এই অঙ্গীকার নিয়ে, কিশোরীদের মাঝে তথ্য কার্ড তুলে দেন।
এস.এম/ডিএস