পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব- ১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ (বালক) উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজাদ জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা ভাইস চেয়ারম্যান- বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট গোলাম রব্বানী সরদার, দেবীগঞ্জ পৌরসভার মেয়র - আবু বকর সিদ্দিক (আবু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মোঃ মোমিনুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান- আশরাফুল আলম এমু, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- কাজী আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার- বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি কিশোর- কিশোরীদের নিয়মিত খেলাধূলা করতে হবে। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখে তেমন মানসিক সুস্থতাও বজায় রাখে।"
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঝে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন এবং সুন্দরদীঘি ইউনিয়ন অংশগ্রহণ করে। আগামী ১৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এস.এম/ডিএস