গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের সমিতির ডাঙ্গা এলাকার শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে এই মহা সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টায় বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী গোঁরাচাদ অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুগ্ম সচিব ও সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ড. অমলকান্তি রায় যৌথ ভাবে মহাসম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি- ডা. বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক- হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী- নূরুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত জলপাইগুড়ির সাবেক এমপি বিজয় চন্দ্র বর্মন, কুচবিহার থেকে গিরিন্দ্র নাথ বর্মন, কলকাতা থেকে ধীরেন্দ্র নাথ বর্মন, অন্মময়ী অধিকারী, পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাধব চন্দ্র অধিকারী, উত্তর দিনাজপুরের ননীগোপাল রায় সহ ৩৬জন ভারতীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মন ও ভীমচরন রায়, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা ও মহেশ চন্দ্র রায় সহ রংপুর বিভাগের আট জেলার ক্ষত্রিয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ক্ষত্রিয় রাজবংশী সমাজের একজন বিশিষ্ট সমাজ সংষ্কারক, আইনজীবী এবং পরবর্তীতে তিনি কয়েকবার তৎকালীন বিধানসভার এমএলএ নির্বাচিত হয়েছিলেন । তিনি ১২৭২ সালের পহেলা ফাল্গুন জন্মগ্রহণ করেন।
এস.এম/ডিএস