মঙ্গবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজ সংগঠন এর সভাপতি আমিনার রহমান। শেফালী আক্তারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজু আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও প্রতিনিধিগণ।
কর্মশালায় উপস্থিত ছিলেন যুক্ত প্রকল্প নেটজ বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী বিলকিস বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ারা মনি, শেফালী আক্তার, এলাকা সম্বনয়কারী মানব কল্যাণ পরিষদের ( mkp) বিলকিস বেগম।
বক্তারা বলেন, “ইউনিয়নে বাল্য বিবাহ, নারী নির্যাতন, স্বাস্থ্য, ইউনিয়ন পরিষদের সেবা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।”
উপজেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন