পঞ্চগড়ের দেবীগঞ্জে নামসর্বস্ব সংগঠনের সাইনবোর্ডে সরকারি খাল দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
খালটি উদ্ধারে সোমবার (২২ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ করেন খাল সংলগ্ন এলাকাবাসী।
লিখিত অভিযোগে বলা হয়, দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনে দীর্ঘদিনের পুরনো একটি সরকারি খাল রয়েছে। দেবীগঞ্জ বাজার এবং মুন্সিপাড়া এলাকার বাসা বাড়ি এবং বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে এই খালে জমা হয়। এতে করে বাজার এবং এলাকাবাসী জলামগ্নতার হাত থেকে রেহাই পায়। এছাড়া খাল সংলগ্ন সড়ক দিয়ে অসংখ্য ছাত্র ছাত্রী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে কিছু নামসর্বস্ব সাইনবোর্ড ধারী সংগঠন উক্ত সরকারি খাল দখলের জন্য সাইনবোর্ড ও বাঁশের খুটি স্থাপন করেছে। এসব সাইনবোর্ডধারী সংগঠনগুলো অবৈধ ভাবে খালটি দখল করলে এলাকাবাসী জলাবদ্ধতাসহ বিভিন্ন হয়রানির সম্মুখিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। খালে নবনির্মিত সাইনবোর্ড ও বাঁশের খুটিগুলো অপসারন করে মুন্সিপাড়ার সুষ্ঠ ও সুন্দর পরিবেশ এবং জলমগ্নতার হাত থেকে রক্ষার দাবি জানানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে পৌরসদরের মুন্সিপাড়া গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সরকারি খালের উপর বাঁশ দিয়ে ঘেরা দিয়ে সাইনবোর্ড বসিয়েছে দেবীগঞ্জ উপজেলা ডেকোরেশন মালিক সমিতি, দেবীগঞ্জ উপজেলা মাইক ব্যবসায়ী সমিতি, সমাজসেবা ও মাদকবিরোধী সংগঠন, মুন্সিপাড়া বয়েজ ক্লাব নামক সংগঠনসহ আরো বেশ কয়েকটি সংগঠন।
মোছাঃ খালেদা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এইটা সরকারি জায়গা। এত বছর ধরে খালি ছিলো। ঈদের পর থেকে রাতারাতি বাঁশের খুঁটি, পিলার, সাইনবোর্ড বসিয়ে দখল করার চেষ্টা করছে। কারা করছে তা জানি না, রাতারাতি সব কিছু হচ্ছে।”
মোঃ রুহুল আমিন নামে এক বাসিন্দা বলেন, “দীর্ঘ দিন থেকে খালটি রয়েছে। মুন্সিপাড়া সহ দেবীগঞ্জ বাজারের বৃষ্টির পানি এখানে এসে পতিত হয়। এভাবে খালটি দখল করা হলে বর্ষা মৌসুমে আমারা জলাবদ্ধতার সম্মুখীন হবো।”
এদিকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন, “আমারা অভিযোগ পেয়েছি। অপসারণের কাজ শুরু হয়েছে। যারা দখল করার চেষ্টা করেছে তাদের সেখান থেকে উচ্ছেদ করা হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন