পঞ্চগড়ের দেবীগঞ্জে এক দিনে দুই সেতুর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি)।
বৃহস্পতিবার (১৯অক্টোবর) বেলা ১২ টায় দেবীগঞ্জ পৌরসভার দারার পাড় এলাকায় ২০ মিটার দৈর্ঘ্যের এবং কালীস্থান মোড়ে তিস্তা নদীর উপর ৯০ মিটার দৈর্ঘ্যের দুটি সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এলজিইডি'র অধীনে দারার পাড় এলাকায় ২ কোটি ২২ লক্ষ ৯৭ হাজার টাকায় ২০ মিটার দৈর্ঘ্যের এবং কালীস্থান মোড়ে তিস্তা নদীর উপর ৬ কোটি ৯৪ হাজার টাকা ব্যায়ে ৯০ মিটার দৈর্ঘ্যের সেতু দুটি নির্মাণ করা হয়েছে।
দেবীগঞ্জ- ভাউলাগঞ্জ জিসি সড়কটি অন্যতম একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে চলাচলের সময় দারার পাড়ের পুরোনো সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের বিঘ্ন ঘটছিল। এখন নতুন সেতু নির্মাণের ফলে সেই অসুবিধা দূর হলো। এদিকে পৌরসভার কালীস্থান মোড়ে সেতুটি নির্মাণের ফলে হঠাৎ পাড়া ও চর তিস্তা পাড়ার মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান হলো। এতোদিন তারা এই ৯০মিটার প্রসস্থ নদী বাশের সাঁকোয় পাড় হতেন।
পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান এর সভাপতিত্বে কালীস্থান মোড়ে সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম এমু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
একই দিন বিকেলে উপজেলার সোনাহার ইউনিয়নের উমেশের ডাঙা এলাকায় ৯০ মিটার দৈর্ঘ্যের আরেকটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী।
- জামিল হাসান, স্টাফ রিপোর্টার।