সোমবার (২৭ নভেম্বর) ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে দেবীগঞ্জ পৌর সদরের চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, "আমার আসার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন গতকাল আমাকে পঞ্চমবারের মতো দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আমি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। আপনারা এর আগেও আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। জনপ্রতিনিধি হিসেবে সর্বদাই চেষ্টা করেছি আপনাদের দাবি-দাবা আদায়ে কাজ করার।"
রেলপথমন্ত্রী আরো বলেন, "আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, জাতির জনকের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় যেমন রাজাকার , আলবদর, আল-শামস বিরোধী শক্তি হিসেবে কাজ করেছিলো, সেই শক্তি এখনো সক্রিয় আছে। আমাদের উন্নয়ন ও অগ্রগতির যে ধারা, সেই ধারাকে বাধাগ্ৰস্থ করার চেষ্টা করছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল প্রকার ভয় ভীতি এবং সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।"
এর আগে পঞ্চমবারের মতো নৌকার মাঝি হিসেবে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে মনোনয়ন দেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রবিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে নৌকার মাঝি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজনের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এস.এম/ডিএস