পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন যুগ ধরে চলে আসছে বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় দেবীগঞ্জ জমিরউদ্দিন দাখিল মাদ্রাসায় উপজেলা পরিষদের আয়োজনে ৩৭ তম দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
৩৭ তম চক্ষু শিবির আয়োজন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ জামিয়ার রহমান, চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য মোঃ মাসুদ পারভেজ, আব্দুল হাই প্রধান (রাজীব) ও আবু বাকের প্রমুখ।
৩৭ তম চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানায়, “আশির দশক থেকে এই বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম শুরু হয়। প্রতিবছর প্রায় এক থেকে দেড় হাজার মানুষ আউটডোরে বিনামূল্যে চক্ষু সেবা নিয়ে থাকে। এছাড়া বিনামূল্যে শতাধিক রোগীর অপারেশন করা হয়ে থাকে।”
প্রতিবছরের ন্যায় গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কারিগরি সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ডাঃ আতিকা ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম এবারের চক্ষু শিবির পরিচালনা করেন।
সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত সেবা নিতে আসা প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এছাড়া অপারেশন উপযোগী রোগীদের দিনাজপুরে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন