পঞ্চগড়ের দেবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে পারঘাট বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সোমবার ( ২৫ শে মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পারঘাট বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক দিপঙ্কর রায় মিঠু প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২ রা জুন করতোয়া নদী সংলগ্ন পারঘাটে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম নির্যাতন করে ১২ জনকে হত্যা করে। উপজেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়। প্রতিবছর গণহত্যা দিবসে শহীদদের স্মরণে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এস.এম/ডিএস