পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই হাজার অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় তারুণ্য গড়বে পঞ্চগড় সংগঠনের আয়োজনে দেবীগঞ্জ পৌরসদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার দুই হাজার অসহায় শীতার্তের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী হুমায়ুন প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক দীপম সাহার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, এই শীতে পঞ্চগড়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ কারণে আপনাদের জন্য এই উপহার।শেখ হাসিনার গণমুখী নীতির সুযোগ-সুবিধা যেন দেবীগঞ্জের মানুষ গ্ৰহন করতে পারে সেটির জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি, আজকে নতুন যে পথচলা শুরু হলো, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। বোদা, দেবীগঞ্জকে আধুনিক, সমৃদ্ধ পঞ্চগড় গড়ার জন্য কাজ করে যাব। সেই লক্ষ্যে আপনাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন।
এস.এম/ডিএস