স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টা'র দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার। পরে আনুমানিক সকাল ১১ টা'র দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।
[caption id="attachment_9811" align="aligncenter" width="350"] বিজ্ঞাপন [/caption]
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড়ের পুলিশ সুপার- এস,এম সিরাজুল হুদা; অতিরিক্ত পুলিশ সুপার- কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স); সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা; দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-গোলাম ফেরদৌস; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন।
[caption id="attachment_10223" align="aligncenter" width="350"] ছবি:- পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শনের দৃশ্য [/caption]
ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন।
এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার- এস,এম সিরাজুল হুদা বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।"
এস.এম/ডিএস