পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্টা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ ব্লকের মৌমারি এলাকায় ভুট্টা চাষীদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কাদের, সরকার, খগেরহাট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ।
মাঠ দিবসের আলোচনা সভায় কৃষি কর্মকর্তারা জানান, বর্তমান সরকার কৃষিকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধামাকা ভুট্টাগুলো আবাদ হচ্ছে। এ জাতের ভুট্টা প্রতি একরে ১২০ মণ পর্যন্ত উৎপাদন হয়। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষ করে কৃষকরা তিণগুণ লাভবান হতে পারে। এছাড়া ভুট্টার ফল আর্মিওয়াম পোকা ,কাটুই পোকার লক্ষণ ও প্রতিকার নিয়েও আলোচনা করেন বক্তারা।
মাঠ দিবসে কালিগঞ্জ ব্লকের ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা মোঃ হযরত আলীর পক্ষ থেকে উপস্থিত সদস্যদের মধ্যে লটারি করে পাঁচজন চাষীকে ১০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার বিনামূল্যে দেয়া হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন