বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে কিশোর- কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাঁচটি ইভেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইভেন্ট পাঁচটি হলো- বালিশ খেলা, চিত্রাঙ্কন, দৌড়, সংগীত ও আবৃত্তি।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান- মোঃ আব্দুল মালেক চিশতী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপপরিচালক(অঃ দাঃ)- এ.কে.এম.ওয়াহিদুজ্জামান।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন