সোমবার (২৮ নভেম্বর) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয়। এতে দিনাজপুর বোর্ডে অন্তর্ভুক্ত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সর্বাধিক জিপিএ- ৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে গোবিন্দ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় গোবিন্দ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে । এতে ৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয় এবং জিপিএ- ৫ পায় ৪৫ জন শিক্ষার্থী। এতে দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ- ৫ পাওয়া বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেল গোবিন্দ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলায় ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে- দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ এবং ৪৩ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এছাড়া ফলাফলের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়।১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ এবং ৩৬ জন জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ বিষয়ে গোবিন্দ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- গোবিন্দ রায় জানান, ” শিক্ষার্থীদের সফলতায় আমরা আনন্দিত। এই সফলতার পিছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরলস পরিশ্রম রয়েছে। আশা করছি প্রত্যন্ত এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ২০১০ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে গোবিন্দ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। গত ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অংশ গ্ৰহন করে শতভাগ পাশ এবং ৩২ জন জিপিএ- ৫ উত্ততীর্ণ হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন