পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত সেলিম হত্যাকাণ্ডের ঘটনার এক বছর পর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার(২০ এপ্রিল) মাদারীপুর জেলা থেকে মামলার প্রধান আসামি ফরিদুল ইসলামকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে নিহত সেলিম ও ফরিদুলদের মধ্যে বিরোধ চলছিল। এই অবস্থায় ২০২৩ সালের ২৫ মার্চ স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে বসতবাড়ী সীমানার জরিপ চলছিল। জরিপের এক পর্যায়ে আসামি ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে ইউক্যালিপটাস গাছের মোটা কাঠ দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সেলিম। পরে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। এই ঘটনার পরদিন ২৬ মার্চ সেলিমের স্ত্রী বেবী আক্তার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জসিনা বেগম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার পরপরই আত্মগোপনে চলে যান মামলার প্রধান আসামি ফরিদুল ইসলাম। দীর্ঘদিন পলাতক থাকার পর গত শনিবার ২০ এপ্রিল ফরিদুলকে মাদারীপুর থেকে গ্রেফতারে সক্ষম হয় দেবীগঞ্জ থানা পুলিশ।
হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "দীর্ঘ দিনের প্রচেষ্টায় আমরা সেলিম হত্যাকাণ্ডের প্রধান আসামি ফরিদুলকে মাদারীপুর থেকে গ্রেফতার করতে পেরেছি। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।"
এস.এম/ডিএস