বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়। এসময় ১৫ টি ফলজ, ১৫ টি বনজ, ১০ টি ভেষজ বৃক্ষ রোপন করা হয় ।
বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক মোঃ আঃ মান্নান, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীগণ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী গত ৫ জুন বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সদর দপ্তরে বৃক্ষ রোপন করার মধ্যে দিয়ে সারাদেশে বৃক্ষ রোপন অভিযানের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় দেবীগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষ রোপন অভিযান শুরু করে।
এস.এম/ডিএস